প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৪ , ১২:০৩:১৯ প্রিন্ট সংস্করণ
আওয়ামী লীগ এর অধীনে ভোটে না যাওয়ার সিদ্ধান্তে বিএনপি সংসদের পর উপজেলা নির্বাচনও বর্জন করেছে।
দলের কোনো নেতা স্বতন্ত্র প্রার্থী হোক,তাও চায় না দলটি। দলীয় নির্দেশ উপেক্ষা করে বিএনপির যাঁরা প্রার্থী হয়েছেন,তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।২৬ এপ্রিল বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,গঠনতন্ত্র অনুযায়ী দলটির নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।এতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি ও সহযোগী সংগঠনের ৭৩ নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকে এবং দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, বহিষ্কৃত নেতাদের মধ্যে ২৮ জন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে,২৪ জন ভাইস চেয়ারম্যান পদে এবং ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্যকারীর সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহে। এই সাংগঠনিক বিভাগের ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া রংপুরে ১১, রাজশাহীতে ১০, সিলেটে ৯, কুমিল্লায় ৮, ফরিদপুরে ৬, ঢাকায় ৫, চট্টগ্রামে ৪, খুলনায় ৩ এবং বরিশাল বিভাগের ১ জনকে বহিষ্কার করা হয়েছে।