সকালের দুনিয়া ডেস্ক ১৪ জুলাই ২০২৪ , ১১:০৪:২৯ প্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর নিয়ে আজ রোববার (১৪ জুলাই) সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল ৪টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব ইমরুল কায়েস।
গত ৮ জুলাই চার দিনের সফরে চীন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সফর সংক্ষিপ্ত করে ১০ জুলাই রাতে দেশে ফিরে আসেন তিনি।
সফরে প্রধানমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও ব্যাংকিং খাত, বাণিজ্য ও বিনিয়োগ, ডিজিটাল ইকোনমি, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা প্রভৃতি খাতে সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ ব্রিজ নির্মাণ, বাংলাদেশ থেকে কৃষিপণ্য রপ্তানি, দুর্যোগ ব্যবস্থাপনা, পিপল টু পিপল কানেক্টিভিটিসহ ২০টির মতো সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
এসব বিষয়ের বিস্তারিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।