রাজনীতি

কোটা কমিয়ে আনতে বিভিন্ন মহলে কথা বলেছে ছাত্রলীগ: সাদ্দাম

  সকালের দুনিয়া ডেস্ক ১১ জুলাই ২০২৪ , ১:৪১:২৬ প্রিন্ট সংস্করণ

কোটা কমিয়ে আনতে বিভিন্ন মহলে কথা বলেছে ছাত্রলীগ: সাদ্দাম
কোটা কমিয়ে আনতে বিভিন্ন মহলে কথা বলেছে ছাত্রলীগ: সাদ্দাম

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সময়ের সাথে কোটা কমিয়ে আনা দরকার বলে জানালেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কোটা সংস্কার ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এসব জানান সাদ্দাম। তবে আদালতের রায় পর্যন্ত অপেক্ষা না করে আন্দোলন চালিয়ে যাওয়া আদালত অবমাননার সামিল বলেও মন্তব্য করেন তিনি।

সাদ্দাম বলেন, কোটা কমিয়ে আনার জন্য ছাত্রলীগ বিভিন্ন মহলে কথা বলেছে।কোটার রায় নিয়ে বিচার বিভাগ পর্যবেক্ষণ করছে, আইন বিভাগ কাজ করছে, এমন অবস্থায় আন্দোলন দীর্ঘস্থায়ী করা কৃত্রিম সংকটের চেষ্টা ছাড়া কিছুই না।

বিচার বিভাগকে সম্মান জানিয়ে আন্দোলন থামিয়ে দেশের মানুষকে ভোগান্তিতে না ফেলার আহবান জানান সাদ্দাম। তিনি দাবি করেন, কোটা আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে বিএনপি।

সাদ্দাম বলেন, আন্দোলন করে যারা জীবিকা নির্বাহ করতে চায় তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে ছাত্রলীগ।

আরও খবর

                   

সম্পর্কিত