লালমনিরহাট প্রতিনিধি ২৮ জুন ২০২৪ , ৯:৫৬:৪০ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শূন্য পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রাশেদ খান।
আগামী ২৭জুলাই ব্যালট পেপারের মাধ্যমে উপ-নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ ২৭জুন (বৃহস্পতিবার) সকালে হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ও রির্টানিং অফিসারের কার্যালয় একটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী ৪জুলাই মনোনয়নপত্র দাখিল, ৫ জুলাই মনোনয়নপত্র বাছাই, ৬ জুলাই মনোনয়নপত্র বাছায়ের বিরুদ্ধে আপিল, ৯ জুলাই আপিলের নিষ্পত্তি, ১০ জুলাইয়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার, ১১ জুলাই প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দে এবং ২৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গড্ডিমারী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আবু বক্কর সিদ্দিক শ্যামল ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহন করে নির্বাচিত হওয়ায় ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হয়। ফলে এ ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হবে।