অপরাধ

ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে একাডেমিক শাস্তির আওতায় আনলো ডুয়েট প্রশাসন

  সকালের দুনিয়া ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২৪ , ২:৪৭:২৯ প্রিন্ট সংস্করণ

জুলাই অভ্যাত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার পতনের আগের দেশের প্রতিটি ক্যাম্পাস থেকে হাসিনার পেটুয়া সন্ত্রাসী বাহিনী বর্তমানে গনহত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের দ্বায়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের ঝেটিয়ে বিদায় করে বিল্পবী ছাত্র-জনতা। হাসিনার পতনের পর ক্যাম্পাসে ক্যাম্পাসে আওয়াজ ওঠে ছাত্রলীগের বিচারের দাবিতে। ইতিমধ্যে অনেক বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীদের বহিষ্কার করলেও কিছুটা বিলম্ব হয় ডুয়েটের ক্ষেত্রে।

আজ ১২ ই আগষ্ট রাত ১০ টায় ডুয়েটের অফিসিয়াল ওয়েব সাইটে ডুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ডক্টর উৎপল কুমার দাসের সাক্ষরিত ছাত্রলীগ সন্ত্রাসীদের বিচার সংক্রান্ত নোটিশ প্রকাশ করা হয়। এতে ছাত্রলীগের সভাপতি মিঠুন, সেক্রেটারি মান্না সহ ১৪ নেতাকর্মীকে ১ বছর বহিষ্কার, হল থেকে আজীবন বহিষ্কার, সনদ পত্রে অপরাধের কথা উল্লেখ থাকা সহ নানা মেয়াদি শাস্তি ঘোষনা দেয়া হয়।

শাস্তি পাওয়া ছাত্রলীগের সন্ত্রাসীদের মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রিফাত, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজ্জামেল হোসেন শাহীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুল আলম শান্ত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ প্রিন্স, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী পারভেজ মিয়া মাহিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসিন মাহমুদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী এম এম সায়মুন, ছাত্রলীগের সহসভাপতি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী প্রতাপ কুমার, ছাত্রলীগের সেক্রেটারী সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদ হাসান মান্না এবং ছাত্রলীগের সভাপতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান মিঠুন। এদের মধ্যে এমএসসির অধ্যায়নরত মাহমুদ হাসান মান্না এবং মেহেদী হাসান তুহিন এর আজীবন ছাত্রত্ব বাতিল করে ডুয়েট প্রশাসন। এছাড়া সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করা অভিযুক্ত ছাত্রলীগ সন্ত্রাসীদের ১ বছরের জন্য সনদ জব্দ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত সন্ত্রাসীদের ১ বছর করে বহিষ্কার আদেশ দেয়া হয়।

উল্লেখ্য যে, ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ডক্টর উৎপল কুমার বলেন, প্রথম ধাপে যাদের শাস্তির আদেশ দেয়া হবে তাদের মাধ্যমে বিচার কার্য শেষ হবে না। বরং অভিযুক্ত অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার চলমান থাকবে।

আরও খবর

                   

সম্পর্কিত