রাজনীতি

দৌলতখানে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত

  ভোলা জেলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ১২ ডিসেম্বর ২০২৪ , ৭:১০:৫০ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দৌলতখান উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের আগাম প্রস্তুতি হিসেবে ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের নির্দেশে ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানার পরামর্শক্রমে দৌলতখান উপজেলার ইউনিয়ন বিএনপির প্রতিনিধিদের সাথে প্রতিনিধি সভার কার্যক্রম শুরু করেছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার ১২(ডিসেম্বর) সকাল ১১টায় হালিমা খাতুন মহাবিদ্যালয় প্রাঙ্গন মাঠে উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে প্রতিনিধি সভা করেছেন দৌলতখাঁন উপজেলা বিএনপি নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম এর সহধর্মিনী বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালেদা খানম সিনিয়র সহ-সভাপতি ভোলা জেলা মহিলাদল।

সভায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সমস্যার সমাধানে থানা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাদের দিক-নির্দেশনা দেয়া হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে আমরা সবাই এতো বছর পরে এখানে একত্রিত হয়েছি বিশেষ করে বাংলাবাজারের পাশে এই উত্তর জয়নগর ইউনিয়নে একটি ভয়ংকর পরিবেশ ছিলো। আমাদের এই ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা অনেক নির্যাতন-নিপীড়ন হামলা মামলার স্বীকার হয়েছে। অতীতে অনেক সমস্যার কারনে এই ইউনিয়নে কমিটি করতে অনেক সমস্যা হয়েছে সামনের দিনগুলোতে ওয়ার্ড পর্যায়ে ও ইউনিয়নের কমিটিতে নির্যাতিত,ত্যাগী যাদের সমাজে গ্রহনযোগ্যতা আছে তাদের কমিটিতে জায়গা দেয়া হবে। নতুন নেতৃত্ব তৈরী করে তরূনদের জায়গা করে দিতে হবে। তিনি বলেন আপনারা আওয়ামীলীগের মতো মানুষকে নির্যাতন করবেননা, বিএনপি ভালো মানুষের দল, শিক্ষিত মানুষের দল ওরা নৃশংস হলেও আমরা নৃশংস না। আপনাদের আচরন দেখে ভোটাররা বিএনপিকে ভোট দিতে উজ্জীবিত হয় জনগনের সাথে এমন আচরন করুন। আমাদের নেতা-কর্মীদের অনেক সংযত আচরন করতে হবে। এই প্রতিনিধি সভার মাধ্যমে নিজেদের মধ্যে বন্ধন তৈরি হবে। আপনারা নিজেদের মধ্যে কোনো গ্রুপিং রাখবেন না। আপনাদের দেখে যাতে জনগন বুঝে একটা পরিশুদ্ধ সুন্দর সমাজ তৈরির জন্য রাষ্ট্র তৈরি করার জন্য বিএনপি প্রস্তুত হয়ে আছে মানুষকে বোঝাতে হবে আমরা সুন্দর রাষ্ট্র উপহার দেয়ার জন্য এতো বছর আন্দোলন করেছি। তিনি বলেন সবাই সবার প্রতি সহানুভুতিশীল হয়ে দেশ বিনির্মানে কাজ করুন। হাফিজ ইব্রাহিম কে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি আহ্বান জানিয়ে উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন, আঃ মান্নান মিয়া সভাপতি দৌলতখাঁন উপজেলা বিএনপি, শাহজাহান সাজু সাধারণ সম্পাদক দৌলতখাঁন উপজেলা বিএনপি, ফখরুদ্দিন টফি যুগ্ন সাধারণ সম্পাদক দৌলতখান উপজেলা বিএনপি,সরোয়ার আলম খাঁন সিনিয়র যুগ্ন আহ্বায়ক বোরহানউদ্দিন উপজেলা বিএনপি, জসিমউদ্দিন খাঁন সদস্য সচিব বোরহানউদ্দিন উপজেলা যুবদল, ইশরাত জাহান বনি সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন উপজেলা মহিলাদল, আইমান হোসেন সাজিদ যুগ্ন আহ্বায়ক দৌলতখান উপজেলা ছাত্রদল এবং
উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির মুলদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, মহিলাদল, ছাত্রদল সহ ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

আরও খবর

                   

সম্পর্কিত