শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ১১ ডিসেম্বর ২০২৪ , ৭:৪১:০৮ প্রিন্ট সংস্করণ
শেরপুর সদর উপজেলার গাজিরখামার ইউনিয়নের শালচুড়া গ্রামে আজ একটি অভিনব উদ্যোগের আওতায় স্বাস্থ্য শিক্ষার প্রচারে সাবান বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।স্থানীয় সমাজসেবা সংস্থা ‘সার্চ’-এর আয়োজনে ১১/১২/২৪ ইং শালচুড়া গ্রামের এই কর্মসূচির অনুষ্ঠিত হয়।কর্মসূচির মূল লক্ষ্য ছিল স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
এই আয়োজনে ২৫০ জন সুবিধাভোগীদের সাবান এবং স্বাস্থ্য শিক্ষার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সার্চ’-এর চেয়ারম্যান জনাব সফিউল্লাহ মানিক।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার জন্য সাবান এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হলো প্রতিটি পরিবারকে স্বাস্থ্য সুরক্ষায় সচেতন করে তোলা।”
তিনি আরও বলেন, “সঠিক ভাবে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নিয়মিত সাবান ব্যবহারের মাধ্যমে আমরা জীবাণু সংক্রমণসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পারি। এই ধরনের উদ্যোগের মাধ্যমে আমরা গ্রামের মানুষদের জীবনের মান উন্নত করতে পারি।”
এলাকার বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এ ধরনের কার্যক্রম আমাদের সচেতন করে তুলছে এবং জীবনযাত্রা সুস্থ ও নিরাপদ করতে সহায়তা করছে।”
এই কর্মসূচির মাধ্যমে শালচুড়া গ্রামের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। জীবাণু সংক্রমণ প্রতিরোধ এবং সুস্থ জীবনযাপনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সকলের সহযোগিতায় এমন উদ্যোগ ভবিষ্যতেও সফলতার সঙ্গে চালিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন আয়োজকরা।