শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ১০ ডিসেম্বর ২০২৪ , ৭:৩৮:৩৬ প্রিন্ট সংস্করণ
শেরপুরে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যাকাণ্ডের মামলার অন্যতম ২ আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ১০ ডিসেম্বর মঙ্গলবার ভোরে সদর উপজেলার সাজিপাড়া এলাকা ও সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছেন সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে নাজিম উদ্দীন (৩৫)। গ্রেফতারকৃতদের মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। র্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওইসব তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার হাছেন আলীর ছেলে ওয়াসিম আকরাম (২৬) দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। সম্প্রতি ছুটিতে এসে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান ওয়াসিম। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র্যাব-১৪ শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেফতার করে। অপরদিকে র্যাব-১৪, জামালপুর ও র্যাব-১১, নারায়ণগঞ্জ– এর যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে মো. নাজিম উদ্দীনকে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।