খেলা

বোরহানউদ্দিনে ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোদন

  ইউসুফ হোসেন অনিক, ভোলা জেলা প্রতিনিধিঃ ৫ ডিসেম্বর ২০২৪ , ১১:৪১:৩১ প্রিন্ট সংস্করণ

ক্রীড়া শক্তি ক্রীড়া বল, মাদক ছেড়ে খেলতে চল এই প্রতিপাদ্যে ভোলার বোরহানউদ্দিন পৌরশহরের ৪ নং ওয়ার্ডে প্রথমবার এর মতো উদ্বোধন হলো খেলাঘর আয়োজিত ব্যারিষ্টার মারুফ ইব্রাহিম আকাশ নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের।

বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর ৪নং ওয়ার্ডের বাংলালিংক টাওয়ার সংলগ্ন বালুরমাঠে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাফরুজা সুলতানা।

উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন সাইদুর রহমান মিলন স্মৃতি একাদশ বনাম চরফ্যাশন উপজেলা একাদশ।

আয়োজক কমিটির পরিচালক সৈকত জাহান হৃদয় জানায়, টুর্নামেন্টে মোট ১২টি দল অংশগ্রহণ করেছে।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট কাজী মো. আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিটন, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব পঞ্চায়েত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব জসিমউদ্দিন খাঁন, পৌর যুবদলের আহ্বায়ক হেলালউদ্দিন মুন্সী, পৌর যুবদলের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান সাগর, যুগ্ন আহ্বায়ক সুমন পঞ্চায়েত, যুগ্ন আহ্বায়ক শাহিন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন শিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেল, যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম আমিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়েজুল্লাহ মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন হাওলাদার, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান ফাহিম, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন টিপু, বোরহানউদ্দিন কেন্দ্রীয় মন্দিরের সহ সভাপতি বিল্টু চন্দ্র দাস সহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

আরও খবর

                   

সম্পর্কিত