সকালের দুনিয়া ডেস্ক ৫ ডিসেম্বর ২০২৪ , ১০:৩০:৩১ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে এস এ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস থেকে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এস এ পরিবহনের পণ্যবাহী একটি গাড়ি ও এস এ পরিবহন সুনামগঞ্জ শাখার ম্যানেজারসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- এস এ পরিবহনের ম্যানেজার আতাউর রহমান (৪০), পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), ক্যাশ কাউন্টার ইনচার্জ ফাইসাল কবির (২৮), গাড়ির চালক দেলোয়ার মিয়া (৫৫) এবং গাড়ির হেল্পার জুবায়ের মিয়া (২৫)।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এস এ পরিবহন সুনামগঞ্জ শাখায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭ হাজার ৯২০ পিস কাবেরী মেহেদী, ৭২০ পিস জনসন অ্যান্ড জনসন বেবি শ্যাম্পু, ৮৬৪ পিস জনসন অ্যান্ড জনসন বেবি লোশন, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান, ৮ হাজার ১৮৪ পিস কিটক্যাট চকলেট, ৬ রুল কাশ্মীরি পর্দা এবং ১ হাজার ৬০০ পিস ড. বিশ্বাস গুড হেলথ ট্যাবলেট জব্দ করা হয়।
নেতৃত্বে থাকা লেফটেন্যান্ট ইফতেখার মতিন ঢাকা পোস্টকে জানান , জব্দকৃত মালামাল সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসব পণ্য অবৈধভাবে ভারত থেকে আনা হয়েছে।