শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ৫ ডিসেম্বর ২০২৪ , ২:৪৪:০১ প্রিন্ট সংস্করণ
শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি’র পৃথক দুই অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি কাপড়,কম্বল ও ৪টি গরুসহ লিমন সিম সাং (৩৫)নামে এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যু্বকসহ ৩ জনকে আটক করেছে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি ও থানা পুলিশ।
বুধবার ( ৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার কাংশা ইউনিয়নের ছোটগজনী সীমান্ত এলাকা থেকে ওই সব শাড়িকাপড়সহ ওই যুবককে আটক করা হয় ।
আটককৃত লিমন সিম সাং ছোট গজনী গ্রামের মৃত অনিল মারাকের ছেলে। বিজিবি ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ছোটগজনী সীমান্তের ১১০০/৪ এস নং পিলারের পাশ দিয়ে ভারত থেকে পিকআপে করে শাড়ি কাপড় পাচার করছিল চোরাকারবারি।
এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির ময়মনসিংহ ৩৯ ব্যাটালিয়ানের ঝিনাইগাতী উপজেলার তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির হাবিলদার মোহাম্মদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিকদল অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে শাড়ি কাপড় ভর্তি মিনি পিকআপ ফেলে রেখে পালিয়ে যায় পাচারকারীরা । তবে পালানোর সময় লিমন সিম সাংকে আটক করে বিজিবি জোয়ানরা। পরে পিকআপসহ ১১৮৯ পিস উন্নতমানের শাড়ি কাপড় জব্দ করা হয়। উদ্ধারকৃত শাড়িকাপড়ের মূল্য প্রায় ১ কোটি টাকা। এব্যাপারে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি’র হাবিলদার মোহাম্মদ হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত পিকআপ, শাড়ি কাপড় ও আটককৃত লিমনকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এর আগে একই দিন বিকাল ৩টার দিকে ৪টি ভারতীয় চোরাই গরু উদ্ধার করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির বিজিবি। জানা যায়, পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের খাড়ামুড়া এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়। চোরাকারবারিরা ভারত থেকে পাচারকালে গরুগুলো উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত গরুর মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। অপর দিকে আজ বৃহস্প্রতিবার ভোর ৪ টায় ঝিনাইগাতী উপজেলা সদর বাজার ভারতীয় চোরাই কম্বল ভর্তি একটি কভার ভ্যান আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে থানা পুলিশ কভার ভ্যানের চালকসহ দুইজনকে আটক করে থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিজিবির অভিযানে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে তাওয়াকোচা সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল কালাম আজাদ বলেন উদ্ধারকৃত শাড়িকাপড়, পিকআপ ও আটককৃত লিমন সিম সাংকে থানায় সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।