অর্থনীতি

কৃষকদের মাঝে বিনামূল্যে ৪০ হাজার কেজি বীজ বিতরণের উদ্যোগ ব্রাক মাইক্রোফাইন্যান্সের

  শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ২৫ নভেম্বর ২০২৪ , ৬:১৪:১২ প্রিন্ট সংস্করণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের বাসিন্দা জুলেখা আক্তার ও আব্দুল্লাহ আল মামুন দম্পতির। গেলো অক্টোবর মাসের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফসলের মাঠ, ভেসে গেছে পুকুরের মাছ। ব্রাক ঝিনাইগাতি অফিস থেকে ৫০,০০০ টাকা ঋণ নিয়ে আমন চাষ করেন ১৫ কাঠা জমিতে। আয়ের প্রধান খাত এই কৃষি। মাঠের ফসল হারিয়ে দিশেহারা এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে ব্রাক। আগামী বোরো মৌসুমে আগাম ধান লাগানোর জন্য ব্র্যাকের পক্ষ থেকে তিনি পেয়েছেন ২ কেজি উন্নত ধানের বীজ, সেটি দিয়ে সহজে ৫৫ থেকে ৬০ শতক জমিতে বপন করতে পারবেন বোরো ধান ।চলতি মৌসুমে ময়মনসিংহ শেরপুর নেত্রকোনার প্রায় ৪০ হাজার কৃষকের পাশে ব্রাক দাঁড়িয়েছে বিনামূল্যে ৫০, হাজার কেজি ধান, সরিষা, মরিচ ,মূলা, সিমের বীজ নিয়ে ।এছাড়া বন্যার পানিতে যে সকল চাষিদের পুকুর ভেসে গেছে, তারা পেয়েছেন মাছের পোনা।

বন্যা আক্রান্তদের সহায়তা করেছে সংস্থাটি। বন্যাকালীন এ অঞ্চলের প্রায়ই আড়াই হাজার মানুষকে জরুরী খাদ্য সহায়তা দিয়েছে ব্রাক ।এর বাইরে ৪০৩২ জনকে বাসস্থান নির্মাণ ও জরুরি স্বাস্থ্য সেবার জন্য ৩ কোটি ৬০ হাজার টাকা সঞ্চয় ফেরত সুবিধা দেওয়া হয়েছে। এ পর্যায়ে কৃষি পূর্ণবাসনের জন্য এ অঞ্চলের প্রায় ৫০ হাজার কেজি ধান ও অন্যান্য শাক সবজির বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর মধ্যে এর বিতরণ কার্যক্রম সমাপ্ত হবে। শুধু বীজ বিতরণই নয় ,এ বীজ দিয়ে আবাদ করার জন্য প্রয়োজনীয় অর্থায়ন করার আগাম পরিকল্পনা ব্র্যাকের। আক্রান্ত অঞ্চলের ৩৯ টি শাখার প্রায় আড়াইশ ব্র্যাক কর্মী নিয়োজিত রয়েছে এই কর্মযজ্ঞ।

আজ ব্রাক ঝিনাইগাতি এরিয়া অফিসে সংস্থাটির পক্ষ থেকে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাক মাইক্রোফাইনান্সের ডেপুটি প্রোগ্রাম হেড রাজেশ কুমার সাহা বলেন, কৃষকদের জীবনমান উন্নয়নে যে কোন সহযোগিতা দিতে ব্রাক সর্বদা প্রস্তুত রয়েছে। আপনারা নিজেদের কোন জমি অনাবাদি রাখবেন না। নিজের এবং সন্তানদের ভবিষ্যতের জন্য বড় করে স্বপ্ন দেখবেন। স্বপ্নের এই অগ্রযাত্রায় ব্রাককে পাশে পাবেন। অনুষ্ঠানের সভাপতি ব্রাক ফাই মাইক্রোফাইন্যান্সের প্রোগ্রাম ম্যানেজার নুর এ আলম বলেন ,কৃষকরাই আমাদের প্রধান অর্থনৈতিক সৈনিক। সেজন্য কৃষকদের প্রয়োজনের বিষয়টি মাথায় রেখে ব্রাক ব্যাপকহারে বীজ বিতরণের কর্মসূচি হাতে নিয়েছে ব্রাক ফাইক্রোফাইন্যান্স। অন্যান্যদের মধ্যে ব্রাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বীজ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা, ব্রাক মাইক্রোফাইনান্সের এ উদ্যোগটিতে সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় তারা জানান বন্যার শুরু থেকে ব্রাক যেভাবে সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের পাশে ছিল, সেটিতে আমাদের অনেক উপকার হয়েছে

আরও খবর

                   

সম্পর্কিত