এজেএম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী ( শেরপুর ) প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৪ , ১২:০৩:২৫ প্রিন্ট সংস্করণ
শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত
শেরপুরের শ্রীবরদীতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর – ৩ ( শ্রবরদী – ঝিনাইগাতী ) আসনের সংসদ সদস্য এ, ডি, এম শহীদুল ইসলাম। এ সময় তিনি মুজিব নগর সরকারের ভৃমিকা ও তাৎপর্য উল্লেখ করে বলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ২৫ শে মার্চ গ্রেফতার করে পাকিস্তানি জান্তা সরকার ভেবেছিল এদেশের স্বাধীনতা আন্দোলনকে দমন করা যাবে।
কিন্তু বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুজিব নগর সরকার মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাহাত চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন সিংগাবরুনা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুজ্জামান কালু, প্রেসক্লাব শ্রীবরদীর সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজসহ উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী।