সকালের দুনিয়া ডেস্ক ২২ নভেম্বর ২০২৪ , ৪:০০:৪৫ প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ সাহিত্য সংসদ বীক্ষণ পাঠচক্রের ২১২৪ তম অধিবেশন আজ ২২ নভেম্বর শুক্রবার সকাল ১১: ০০ টায় সাহিত্য সংসদ আঙ্গিনায় অনুষ্ঠিত হয়। বিক্ষণ সমসাময়িক বইমেলা নিয়ে আলোচনা করেন কবি শহিদ আমিনী রুমি, কবি আশিক আকবর, কবি সাঈদ ইসলাম, কবি রিয়াল আব্দুল্লাহ, কবি আসাদ।
বীক্ষণ আহ্বায়ক কবি শরৎ সেলিমের সঞ্চালনায়, কবি যুগল দাসের সভাপতিত্বে বই মেলা নিয়ে আলোচনায় উঠে আসে লেখক ও পাঠকের দুরত্ব, সম্প্রতি চলমান ময়মনসিংহ বইমেলার আয়োজকদের মেলায় কবি লেখকদের সমন্বয় সম্পৃক্ত না করন ও টাউন হলের বইমেলায় ময়মনসিংহ জেলার লেখকদের জন্য একটি আলাদা বইয়ের স্টল বরাদ্দের প্রয়োজন ছিলো ও মেলায় লিটল ম্যাগাজিন প্রাঙ্গণও প্রয়োজন ছিলো , আলোচকদের বক্তব্যে বাংলাদেশের নব্বই দশকের অন্যতম কবি আশিক আকবরের মেলা কর্তৃপক্ষ কতৃক খারাপ আচরণের বিষয়ে নিন্দাও প্রকাশ করা হয়।
বইমেলা বাঙালি জাতির জন্য একটি প্রাণের মেলা।আলোচকরা বক্তব্যে বলেন ঋদ্ধতা ও সুন্দর দিয়ে তাকে সাজাতে হয় আরো বলেন আগামী জেলা উপজেলা ভিত্তিক বইমেলা গুলো লেখক আয়োজক ও প্রকাশকদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে বলে আলোচক কবিরা এই আশাবাদ ব্যাক্ত করেন।