প্রচ্ছদ

টেকনাফে বৌদ্ধ বিহার অবৈধভাবে দখল উচ্ছেদের দাবি ভুক্তভোগীদের

  শামসুল,আলম শারেক টেকনাফ (কক্সবাজার)। ১৪ নভেম্বর ২০২৪ , ৭:০০:৩৭ প্রিন্ট সংস্করণ

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে দখল হয়ে যাওয়া দক্ষিণ হ্নীলা (নীলা) বড় বৌদ্ধ বিহার পরিদর্শন করেছেন ঢাকা প্রতিনিধি দল। 

১৪ নভেম্বর সকাল ১১ টায় ২শ বছরের পুরনো টেকনাফের দক্ষিণ হ্নীলা বড় বৌদ্ধ বিহার পরিদর্শন করেন‌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন ও বাংলাদেশ আদিবাসী ফোরামের কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা সহ পুলিশের প্রতিনিধি।

পরিদর্শন শেষে টেকনাফ উপজেলা প্রশাসনের সাথে দেখা করে জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারকে অবৈধ দখলদার উচ্ছেদের সুপারিশ করবে প্রতিনিধি দল। 

বিহার কর্তৃপক্ষের অভিযোগ, দীর্ঘ বার বছরের বেশী সময় ধরে কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামীলীগের সাবেক ও প্রয়াত এমপি অধ্যাপক মোহাম্মদ আলী জবর দখল করলেও বর্তমানে তাঁর ছেলেরা অবৈধ দখল ছাড়াও বিহারের মান-মর্যাদা নষ্ট করে দেয়। বিহারের পক্ষে আদালতের রায় থাকার পরও অবৈধ দখল উচ্ছেদ না হাওয়ায় ক্ষুণ্ন হচ্ছে বিহারের ধর্মীয় মর্যাদা।

এ বিষয়ে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর ছেলে রাশেদ মোহাম্মদ আলী বলেন, ২০০১ সালে তার বাবার সঙ্গে বিহারের পুরোহিতের একটি চুক্তি হয়। যার শর্ত ছিল, বাবা গাছ লাগাবেন এবং লাভের অংশ সমানভাবে ভাগাভাগি করা হবে। এখন সরকার চাইলে চুক্তি বাতিল করতে পারে আমাদের আপত্তি নেই,তবে হামলা ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন তিনি।

বর্তমানে আমার বাবার মালিকানাধীন খতিয়ান ভুক্ত ৩ একর জমিতে আমরা আমগাছ রোপন করেছি,স্থানীয় কিছু প্রভাবশালী লোক তারা দখল করে পার্শ্ববর্তী বসতবাড়ি করছে।

দখল উচ্ছেদ করলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।

আরও খবর

                   

সম্পর্কিত