স্পোর্টস ডেস্ক ১২ নভেম্বর ২০২৪ , ৮:৫২:৩৩ প্রিন্ট সংস্করণ
রেফারিকে ঘুষি মারার ঘটনায় গত বছর তুমুল হৈ-চৈ হয়েছিল তুরস্কের ফুটবলে। অনাকাঙ্ক্ষিত সেই ঘটনায় বড় শাস্তি পেয়েছেন আংকারাগুচু ক্লাবের সাবেক সভাপতি ফারুক কোচা। রেফারি হামিল উমুত মেলেরকে ‘ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে আঘাত’ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে আংকারার আদালত তিন বছর সাত মাসের কারাদণ্ড দিয়েছে।
২০২৩ সালের ডিসেম্বরে তুরস্ক সুপার লিগের ম্যাচটিতে আংকারাগুচু ও সাইকুর রিজেসপর ১-১ গোলে ড্র করে। এরপরই মাঠে নেমে রেফারির ওপর ক্ষুব্ধ হয়ে শারিরীকভাবে আঘাত করে বসেন ফারুক কোচা। ওই ঘটনায় ফুটবল বিশ্বে সমালোচনা তৈরি হলে এক সপ্তাহের জন্য দেশটির লিগ স্থগিত করে দেয় তুর্কিশ ফুটবল ফেডারেশন। কোচা তাৎক্ষণিকভাবে ওই সময়ই ক্লাব সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।
ঘুষির আঘাতে রেফারির চোখের নিচে চিড় ও কালশিটে দাগ দেখা যায়। আংকারাগুজুর সভাপতির পাশাপাশি আরও অনেকের আঘাতে মাটিতে লুটিয়ে পড়া রেফারি মেলেরকে লাথিও মারা হয়। ফলে রেফারিকে আক্রমণ করার দায়ে আরও তিনজন বিচারাধীন ছিলেন, তাদের এক থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালতে বলা হয়– ম্যাচ অফিসিয়ালদের হুমকি দেওয়ারও অভিযোগ ছিল ফারুক কোচার বিরুদ্ধে। খেলার নীতিমালা ও আইন লঙ্ঘনের দায়ে অবশ্য আলাদা শাস্তি দেয়নি।