বিনোদন

অনন্য মামুনকে ‘গালি’ দিচ্ছেন ভক্তরা, শাকিব বললেন— ও ডিজার্ভ করে

  বিনোদন ডেস্ক ১২ নভেম্বর ২০২৪ , ৮:৩১:০৩ প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে ‘দরদ’ সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। স্বাভাবিকভাবেই ঢালিউড সুপারস্টারের কোনো সিনেমা প্রেক্ষাগৃহে আসার আগে ভক্তদের প্রত্যাশা, আগ্রহের পরিমাণ বেশি থাকে।

উন্মাদনায় আরও ঘি ঢালেন অনন্য মামুন। সিনেমা মুক্তিকে কেন্দ্র করে নিজের একের পর এক পরিকল্পনার কথা জানান তিনি।
তবে বাস্তবে সেই পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করতে পারেননি এই নির্মাতা। ফলে শাকিব ভক্ত ও দর্শকদের রোষানলে পড়েছেন তিনি। পাশাপাশি গালিও শুনেছেন অন্তর্জালে।
বিষয়টি বুঝতে পেরেছেন শাকিব খান নিজেও। সম্প্রতি কলকাতায় সিনেমাটির ভারতীয় অংশের প্রয়োজক এসকে মুভিজের এক আয়োজনে হাজির হয়ে এই নায়ক বলেন, ‘মালেশিয়াসহ অন্যদেশের অনেকেই ছুটি নিয়ে রেখেছিল গানের জন্য। মামুন অনেক ঝাড় খেয়েছে, গালিও খেয়েছে। ও ডিজার্ভ করে এটা।’
এমন মন্তব্যের পর শাকিব অবশ্য হাসিও দিয়েছেন। নায়ক যখন এই মন্তব্য করছিলেন তখন তার পাশেই দাঁড়িয়েছিলেন অনন্য মামুন। তাকেও সেসময় লজ্জা পেতে দেখা যায়।