অপরাধ

জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  সকালের দুনিয়া ডেস্ক ১২ নভেম্বর ২০২৪ , ১:৫৭:৩৪ প্রিন্ট সংস্করণ

এসআই(নিঃ) মোঃ মুকিত হাসান সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার পাগলা থানাধীন নেওকা সাকিনস্থ জনৈক গোলাপ নবী (৬০) পিতা মৃতঃ আবুল হাসেম এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হইতে ১১ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ ২১.১৫ ঘটিকায় ৩০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ শরিফ মন্ডল (২৫), পিতা মৃতঃ হাদিস মন্ডল, মাতা মৃতঃ মনোয়ারা বেগম, সাং-কাওরাইদ, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা আছে।

উদ্ধারকৃত ৩০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পাগলা থানায় মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

আরও খবর

                   

সম্পর্কিত