জাতীয়

ময়মনসিংহে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত,

  সকালের দুনিয়া ডেস্ক ১০ নভেম্বর ২০২৪ , ১:০৮:০১ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ মহানগরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বণার্ঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় ময়মনসিংহ দক্ষিন জেলা, উত্তর জেলা ও মহানগর বিএনপির যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,কৃষকদল, মহিলাদল, সেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা বিশাল র‍্যালি নিয়ে ময়মনসিংহ স্টেশন চত্বরে একত্রিত হয়।
এরপর বণার্ঢ্য র‍্যালি ময়মনসিংহ টাউনহল প্রাঙ্গণে যায়।

এসময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলার সদস্য সচিব, মোঃ রোকনুজ্জামান সরকার ও বৃহত্তর
ময়মনসিংহের বিএনপির শীর্ষ নেতৃবৃন্দরা।

মহানগর ছাত্রদলের নেতৃত্ব দেন মেধাবী ছাত্রনেতা
ফজলে রাব্বি, তাদের স্লোগানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম।

১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতিধারা পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন দিশা।এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।

আরও খবর

                   

সম্পর্কিত