প্রচ্ছদ

বান্দরবানে সাঙ্গু নদী থেকে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার।

  রিটন কুমার নাথ বান্দরবানপ্রতিনিধি ৯ নভেম্বর ২০২৪ , ৮:৫৮:৩৮ প্রিন্ট সংস্করণ

গত কাল ০৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, বিকেল ৪:৩০ মিনিটে, ফেয়িং খুমি এক কিশোর সাংগু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যায়।
স্থানীয়রা বান্দরবান ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারের চেষ্টা চালাই। তবে বান্দরবানে কোনো ডুবুরী না থাকায় উদ্ধার করা সম্ভব হয়নি।

আজ ০৯ নভেম্বর, শনিবার সকাল থেকে উদ্ধার কার্যক্রম শুরু হলে প্রায় দুপুর১২টার দিকে সাঙ্গু নদীতে ডুবে যাওয়া কিশোরের মরদেহটি উদ্ধার করেন।

নিহত ফ্লেয়িং খুমি (১৩) বান্দরবান ক্যাচিংঘাটা এলাকার বীর বাহাদুর স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র ও রুমা উপজেলার বগালেক এলাকার বাসিন্দা সাংলি খুমীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, ফ্লায়িং খুমি (১৩) বীর বাহাদুর স্কুল এন্ড কলেজে পড়ার সুবাদে স্কুলটির ছাত্র হোস্টেলে বসবাস করত।গতকাল বেলা ৩টার দিকে হোস্টেলের পার্শ্ববর্তী সাঙ্গু নদীতে গোসল করতে গেলে সেখানে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।