সকালের দুনিয়া ডেস্ক ৮ নভেম্বর ২০২৪ , ৮:৪৬:৪১ প্রিন্ট সংস্করণ
বিএনপির নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেওয়া পতিত স্বৈরাচার শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। যত সময় যাচ্ছে তিনি সেখানে বসে তত ষড়যন্ত্রের ডালপালার বিস্তার ঘটাচ্ছেন। এসবের শক্ত জবাব দিতে দেশে নির্বাচিত সরকার প্রয়োজন। এজন্য ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এর চেয়ে বেশি হওয়া উচিত নয়।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, দেশে নির্বাচিত সরকার না থাকায় পৃথিবীর যারা এখানে বিনিয়োগ করেন তারা সাহস পাচ্ছেন না। বাইরের বিনিয়োগ কমে যাচ্ছে। তাই নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে দেশের সার্বিক পরিস্থিতি যেমন ভালো হবে, তেমনি বাইরের বিনিয়োগ বাড়বে। কর্মসংস্থান বাড়বে, দেশের উন্নয়ন হবে।
আরও বলেন, দেশের সকল সংকটে নেতৃত্ব দেয় জিয়া পরিবার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই জাতিকে একটি স্বাধীন রাষ্ট্র দিয়েছেন। বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়েছি। ৭ নভেম্বর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সিপাহি-জনতা জিয়াউর রহমানকে জেলখানা থেকে উদ্ধার করে নিয়ে এলে তিনি ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে রক্ষা করেছিলেন। ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদের হাত থেকেও জাতিকে মুক্তি দিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বিএনপির নির্বাহী পরিষদের এই সদস্য বলেন, ২০২৪ সালে পতিত স্বৈরাচার শেখ হাসিনার হাত থেকে ছাত্র-জনতা যে আন্দোলন করেছেন দূর থেকে হলেও এই আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব ও পরামর্শ দিয়ে তিনিই (বেগম খালেদা জিয়া) জাতিকে মুক্ত করেছেন। আগামী দিনেও দেশের মানুষকে তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিবেন।