ধর্ম

ফুলবাড়িয়ায় ৩ দিন ব্যাপি তাবলীগী ইজতেমা শুরু।

  ফুলবাড়িয়া ময়মনসিংহ প্রতিনিধিঃ মোঃ হেলাল উদ্দিন উজ্জ্বল ৬ নভেম্বর ২০২৪ , ৪:২৮:৩৮ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম এর উদ্যোগে ৩২ তম ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা শুরু হয়েছে। 

আন্ধারিয়া পাড়া বাজার মারকাজ জামে মসজিদ ময়দানে ৬,৭,৮ নভেম্বর বুধ,বৃহস্পতিবার, শুক্রবার অনুষ্ঠিত হবে।

৩ দিন ব্যাপি ইজতেমা উপলক্ষে বুধবার ইজতেমা মাঠে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে ৩২ তম ইজতেমা পরিচালনা কমিটি সভাপতি ও ভারপ্রাপ্ত আমীর আলহাজ্ব কারী মোঃ আব্দুল মজিদ খান। লিখিত বক্তব্যে পাঠ করেন মাওলানা মোঃ লুৎফুর রহমান মাষ্টার তিনি বলেন  মাসিক ৩ দিন,১০ দিনের নিসাব,৪০ দিন বা তার বেশি সময় নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে দাওয়াতী কার্যক্রমের মাধ্যমে নিজেকে এবং মুসলিম উম্মাহকে কোরআন ও সহীহ সুন্নাহর মাধ্যমে পারিচালিত করার উৎসাহিত করাহয়এই ইজতেমার মাধ্যমে।তিনি আরও বলেন বাংলাদেশ আহলে হাদীস তাবলীগে ইসলাম কোন রাষ্ট্রদ্রোহী ও জঙ্গী সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না।

ইজতেমাটি শুধু ধর্মীয় গুরুত্বও তাৎপর্য বহন করে না,উৎসব মুখর পরিবেশ তৈরি করে। ইজতেমা নিরাপত্তা প্রসঙ্গে জানান ১শ জন স্বেচ্ছাসেবক,যৌথ বাহিনী কর্তৃক নিয়মিত টহলদান,জেলা ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সার্বিক সহযোগিতার  করার আশ্বাস দিয়েছেন।দূর – দূরান্ত থেকে আগত ধর্মপ্রান মুসল্লিদের থাকা খাওয়া ব্যবস্থা ও প্রাথমিক চিকিৎসার জন্য ফ্রি মেডিকেল ক্যাস্প স্থাপন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী আমীর আলহাজ্ব মোঃ আব্দুর রহমাম চৌধুরী,আন্ধারিয়া পাড়া বাজার কেন্দ্রীয় মার্কাজ সভাপতি খন্দকার মাহতাব উজ্জামান,ইজতেমা পরিচালনা কমিটি সম্মানিত সদস্য মোঃআজিজুল হক,মোঃ লোকমান আলী।

তিনি সাংবাদিকদের জানান আন্ধারিয়া পাড়া বাজার মারকাজ জামে মসজিদ কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা আগত জুমআর খুৎবা রাখবেন হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড চেয়ারম্যান হাদীছ বিভাগ ফাউন্ডেশন পরিচালক, গবেষণা,আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ এর শিল্পও সংস্কৃতি বিষয়ক ড.আহমাদ আব্দুল্লাহ ছাকিব।সকল মহলের সহায়তা কামনা করেন৩২ তম ৩ দিন ব্যাপি কেন্দ্রীয় তাবলীগী ইজতেমা কমিটি।