সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : আবুহায়াত আহমেদ ৩ নভেম্বর ২০২৪ , ১:৩৬:১৬ প্রিন্ট সংস্করণ
বিজিবি’র উদ্যোগে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়াঘাটা, টেকেরঘাট ও চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধ, সীমান্তের শূন্যলাইনে গবাদি পশু না চরানো, অবৈধ পাথর উত্তোলন বন্ধ এবং নারী ও শিশু পাচার রোধকল্পে বিভিন্ন প্রেষণা প্রদান করা হয়।
সভা শেষে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সীমান্তবর্তী জনসাধারণকে আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে তাদের মাঝে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।