সকালের দুনিয়া ডেস্ক ২ নভেম্বর ২০২৪ , ৮:২৯:০৮ প্রিন্ট সংস্করণ
গত ৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে পাথরঘাটা উপজেলার পশ্চিম বাদুরতলা গ্রামে পূর্ব শত্রুতার যে ধরে ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুল হাসান পরিবারের ১৫ জনকে কুপিয়ে মুমূর্ষ এবং বাড়িঘর জ্বালিয়ে দেয় প্রায় দুই থেকে তিনশ অস্ত্রধারী সন্ত্রাসী। এলাকার মামলাবাজ ভুমি দস্যু আলতাফ নাজির এবং তার ছেলে সাইফুল নাজির, আনিসুর রহমান, এলাকায় গুরু নামে খ্যাত সাইদুর রহমান, জলদস্যু আলমগীর, খলিল, সেলিম সহ প্রায় দুই থেকে তিনশ অস্ত্রধারী সন্ত্রাসী। ঘটনার বিভিন্ন লাইভ ফুটেজ, পিকচার গণমাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসন এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে হুমকি দিচ্ছে বাসা থেকে বের হলে জবাই করে ফেলবে, করবে রক্তের বন্যা বয়ে দিবে। এলাকার কয়েকজন সাংবাদিক জানান, জীবনের ভয়ে সংবাদ প্রকাশ করতে পারছেন না, তারা বিভিন্ন ধরনের চাপে আছে।
উল্লেখ্য গত ৩১ তারিখে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ৭জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে ভর্তি আছে।