শেরপুর প্রতিনিধিঃ আনিছ আহমেদ ২ নভেম্বর ২০২৪ , ৫:৪৯:২৯ প্রিন্ট সংস্করণ
শেরপুরে গরু চোরি করতে গিয়ে যুবদল নেতাসহ জনতার হাতে আটক হয়েছে ৩ চোর।গতকাল (১ নভেম্বর) শুক্রবার দুপুরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পুড়াগাঁও গ্রামে এঘটনা ঘটে
আটককৃত ওই ৩ গরুচোর হচ্ছে, উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের খালিশাকুড়া গ্রামের মৃত নহেজ আলীর ছেলে ও নয়াবিল ইউনিয়ন যুবদল নেতা বিল্লাল হোসেন (২৬) একই গ্রামের হামমত আলীর ছেলে মিলন মিয়া (২৬) ও যোগানিয়া ইউনিয়নের ভাইকামারি গ্রামের মৃত মৃত আন্তাজ আলীর ছেলে রফিকুল ইসলাম /২২)।
এব্যাপারে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পুড়াগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে আব্দুল কুদ্দুস তার একটি গরু মাঠে বেঁধে রেখে জুম্মার নামাজ আদায় করতে যান। এসময় যুবদল নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে ওই ৩ গরুচোর গরুটি ভটভটিতে তোলে নিয়ে যায়। এসময় গরুর মালিক আব্দুল কুদ্দুসের স্ত্রী দেখে ফেলে তাদের গরুটি চুরি করে নিয়ে যাচ্ছে।
এসময় তার স্ত্রী ফোন করে তাদের আত্মীয়স্বজনকে জানান। পরে এলাকাবাসী চারদিক থেকে বেড়িকেট দিয়ে গাড়িটি আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ তিন গরু চোরকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন বলেন এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।