সকালের দুনিয়া ডেস্ক ১ নভেম্বর ২০২৪ , ৩:১৪:২৩ প্রিন্ট সংস্করণ
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে গঠিত মনিটরিং কমিটি আজ শুক্রবার রাজধানীতে ‘মনিটরিং’ কার্যক্রম পরিচালনা করেছবি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সৌজন্যে
নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটসহ আশপাশের বিভিন্ন সুপারশপে আজ শুক্রবার মনিটরিং কার্যক্রম চালানো হয়েছে। এ সময় মনিটরিং কমিটির পক্ষ থেকে বলা হয়, পলিথিন শপিং ব্যাগ উৎপাদনকারীদের বিরুদ্ধে ৩ নভেম্বর থেকে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
কাঁচাবাজারে আজ থেকে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে গত ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন বা পলিপ্রপিলিনের ব্যাগ নিষিদ্ধ করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয় এবং পরিবেশ অধিদপ্তর গঠিত মনিটরিং কমিটি আজ এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে।