টেকনাফ ( কক্সবাজার) প্রতিনিধিঃ শামসুল আলম শারেক ৩০ অক্টোবর ২০২৪ , ১১:২৭:১৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা মরিচ্যাঘোনা এলাকা থেকে অপহরণ করতে এসে এক অপহরণকারী চক্রের সদস্য কে জনতা অস্ত্র সহ আটক করেছে।
৩০ অক্টোবর সকাল ১০ টার দি কে হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মরিচ্যাঘোনা এলাকায় ঘটেছে এঘটনা।
স্থানীয় এলাকা বাসী সূত্রে জানাযায়,হোয়াইক্যং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কম্বনিয়া পাড়া এলাকার হাবিবুর রহমানের পুত্র জাকের হোছন (৩৫) সকাল ১০ টার দিকে অপহরণের উদ্দেশ্যে লোকালয়ে আসার খবরে এলাকাবাসী জড়ো হয়ে তাকে ধরে ফেলে।পরে তাকে উত্তম মধ্যম দিয়ে তার কাছে থাকা ১ টি দেশীয় তৈরী একনলা লম্বা বন্দুক উদ্ধার করে।
হ্নীলা ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার বশির আহমেদ বলেছেন ধৃত ব্যক্তি একজন প্রকৃত ডাকাতও অপহরণকারী চক্রের সক্রিয় সদস্য, তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলা রয়েছে।
সে গতকাল অপহৃত কৃষক আবুল হাশেম অপহরণের ঘটনায় জড়িত রয়েছে।
তাকে টেকনাফ মডেল থানা পুলিশে হস্তান্তর করাহয়।তিনি আরো বলেছেন পুলিশ ধৃত এই ডাকাত কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে কৃষক আবুল হাশেম অপহরণের ব্যাপারে ব্যাপক তথ্য পাওয়া যাবে