সকালের দুনিয়া ডেস্ক ১৯ অক্টোবর ২০২৪ , ৫:১১:৫৮ প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মো. ফিরোজ খান (৩৪) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার লালানগর গ্রামে এ ঘটনা ঘটে।
ফিরোজ খান উপজেলার উত্তর কলাবাড়িয়া এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে। তিনি বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানিয়েছে, ফিরোজ ডাকাতিসহ একাধিক মামলার আসামি। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগ সাপেক্ষে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতন হয়। এরপর থেকে ফিরোজ বাড়িতে থাকতেন না। বাড়ি থেকে একটু দূরে বোনের বাড়িতে থাকতেন। শুক্রবার রাতে সেখান থেকে কয়েকজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যান। দুর্বৃত্তরা একটি খালি জমিতে নিয়ে তাকে কুপিয়ে আহত করে পুনরায় বোনের বাড়িতে ফেলে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।