ভ্রমণ

বাস,ট্রেন ও লঞ্চে বাড়ছে যাত্রীর ভিড়

  প্রতিনিধি ৬ এপ্রিল ২০২৪ , ৩:৪৮:৩২ প্রিন্ট সংস্করণ

বাস,ট্রেন ও লঞ্চে বাড়ছে যাত্রীর ভিড়
ছবি : সংগৃহীত

ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। নাড়ির টানে বাড়ি ফিরছে লাখো মানুষ।

প্রতিদিন ঢাকা ছাড়ছে নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই ঘরমুখো মানুষের ভিড়। তবে এবারের ঈদযাত্রা অনেকটা স্বস্তিদায়ক।

ঢাকা থেকে বের হওয়ার মুখগুলোতে যানজট থাকলেও দূরযাত্রায় দুর্ভোগ নেই।সাপ্তাহিক ছুটির দিন গতকাল শুক্রবার সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছে ঢাকাবাসী। বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে যাত্রীর চাপ দেখা গেছে। বিভিন্ন সেতুর টোল প্লাজায়ও ছিল গাড়ির জট।

ট্রেন ও লঞ্চে এখনো ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে ঈদ যাত্রা চলছেদুপুরের দিকে গুলিস্তান, ফুলবাড়িয়া, যাত্রাবাড়ী, কমলাপুর, সায়েদাবাদ ও মহাখালী এলাকায় গাড়ির চাপ লক্ষ করা গেছে। আবার ছুটির দিনে বিপণিবিতানকেন্দ্রিক সড়কগুলোতেও ছিল যানজট।

ছুটি শুরু, বাড়ির পথে মানুষের ভিড়

গাবতলীতে সরকারি চাকরিজীবী হাসান কবির জানান, সড়কের ঝক্কি-ঝামেলা এড়াতে অফিস থেকে ছুটির ব্যবস্থা করে পরিবার নিয়ে তিনি আগেই চলে যাচ্ছেন গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তিনি বলেন, ‘সময়মতো বাস পেয়েছি।

এখন মহাসড়কে যানজটের ভোগান্তি পোহাতে হবে কি না সেটাই দেখার বিষয়। তবে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া অতিরিক্ত রাখা হচ্ছে।’
গাড়ির চাপ মহাসড়কে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৃহস্পতিবার রাত থেকে চট্টগ্রামমুখী যানবাহনের চাপ বাড়তে থাকে। অতিরিক্ত চাপের কারণে মেঘনা সেতু থেকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতু পর্যন্ত যানবাহন ধীরগতিতে চলাচল করেছে যানবাহন।

আরও খবর

                   

সম্পর্কিত