ভোলা জেলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ১৩ অক্টোবর ২০২৪ , ৬:২৬:১০ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৫ নং ওয়ার্ডের ভাওয়াল বাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মন্জুর মোর্শেদ আলম। আজ রবিবার দুপুরে ভাওয়াল বাড়ি পূজা মন্দিরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদউল হক, লালমোন সার্কেল বাবুল আক্তার, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান। বাংলাদেশ পুজা উদযাপন কমিটির বোরহানউদ্দিন উপজেলার সভাপতি লিটন রক্ষিত, সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস প্রমুখ।
বরিশাল রেঞ্জ ডিআইজি মোহাম্মদ মন্জুর মোর্শেদ বলেন, বরিশাল বিভাগের কোথাও উল্লেখযোগ্য অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সাম্প্রদায়িক সম্প্রীতির জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা সংখ্যালগু বলে কোনো শব্দে বিশ্বাস করিনা এ দেশটা আমাদের সকলের। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে অসম্প্রদায়িক বৈষম্যহীন দেশ গড়ে তুলবো যেখানে ন্যায় ভিত্তিক হবে সকল আচরন। এসময় তিনি কোনো বিশৃঙ্খলা ছাড়া বরিশাল বিভাগে পুজা সম্পন্ন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।