জাতীয়

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  ভোলা জেলা প্রতিনিধি: ইউসুফ হোসেন অনিক ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ২:১৭:২৫ প্রিন্ট সংস্করণ

ভোলায় আজকের পত্রিকার পাঠক বন্ধুর উদ্যোগে মাদক বিরোধী র‌্যালি,সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(গত ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার ) সকাল সাড়ে ১০ টায় ভোলা জেলা পুলিশ সুপার কার্যালয়ে ভোলা জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশ সুপার মোঃ শরীফুল হকের সভাপতিত্বে এ সেমিনার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে বেলা ১ টায় শেষ হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত,রেলি ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন আজকের পত্রিকার ভোলা জেলা প্রতিনিধি ও পাঠক বন্ধুর ভোলা জেলা আহবায়ক মোঃ সাইফুল ইসলাম আকাশ।
অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,লালমোহন থানার নবাগত ওসি মোঃ হাছনাইন,বোরহানউদ্দিন থানার নবাগত ওসি সিদ্দিকুর রহমান,চরফ্যাশন থানার মবাগত ওসি মিজানুর রহমান।
এক সময় আরো বক্তব্য রাখেন,পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের ভোলা জেলার সমন্বয়ক ও আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলা সদস্য জিদান আনবীর,পাঠক বন্ধুর যুগ্ন আহ্বায়ক ডাঃ হোসাইন মাহমুদ,যুগ্ন আহবায়ক মোঃ জাবেদ,মোঃ নাহিদ ইসলাম,মোহাম্মদ জাহিদ হাসান,মোঃ মমিনুল ইসলাম,তন্ময়,মোঃ তানজিল,সাথী সাহা,রিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন,আজকের পত্রিকা দেশের একটি অন্যতম প্রিন্ট মিডিয়া,সাথে সাথে আজকের পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে আমরা পেয়ে যাই,আজকের পত্রিকার পাঠক বন্ধু আজ একটি মাদক বিরোধী আয়োজন করেছে, আমি আপনাদের এই কার্যক্রম কে স্বাগত জানাই,আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই শিক্ষার্থী,আমরা চাই তরুণ প্রজন্ম মাদক কারবারিদের বিরুদ্ধে এগিয়ে আসবেন,আমরা আপনাদের সহযোগিতা চাই,ভোলা জেলা পুলিশ সব সময় আজকের পত্রিকার পাঠক বন্ধুর পাশে রয়েছে ভবিষ্যতেও থাকব।
এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স এখনো ও রয়েছে,ভবিষ্যতে অব্যাহত থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করে আজকের পত্রিকার পাঠক বন্ধুর ভোলা জেলার যুগ্ন আহবায়ক মোঃ শাফায়াত হোসেন।

আরও খবর

                   

সম্পর্কিত