ভোলা জেলা প্রতিনিধিঃইউসুফ হোসেন অনিক ২৫ সেপ্টেম্বর ২০২৪ , ১২:৫৬:৪৯ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা ও মাসিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় বোরহানউদ্দিন উপজেলা সম্প্রসারিত ভবনের উপজেলা নির্বাহী অফিসারের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মোঃ রায়হান – উজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ জাব্বারুল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার মনোজ কুমার সাহা, কৃষি অফিসার গোবিন্দ মন্ডল, সমাজসেবা অফিসার মিয়া মন্জুর এ এলাহি মোঃ আল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক সরোয়ার আলম খাঁন, জামায়াত নেতা আব্দুস সালাম, মাওলানা সফিউল্যাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানজিল হাওলাদার, বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আকরাম, সাংবাদিক নীল রতন দে, সাংবাদিক মহিউদ্দিন আজিম, সাংবাদিক ইউসুফ হোসেন অনিক, আবুল বাসার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি লিটন রক্ষিত সাধারণ সম্পাদক বিল্টু চন্দ্র দাস সহ আরও অনেকে।
এসময় হিন্দু সম্প্রদায়ের আসন্ন দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ গ্রহনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।