শিক্ষা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রোবটিক্স প্রতিযোগীতায় প্রথম ডুয়েট

  ডুয়েট প্রতিনিধি ২২ সেপ্টেম্বর ২০২৪ , ১:৪৯:৩৭ প্রিন্ট সংস্করণ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব কর্তৃক আয়োজিত ” ৬ষ্ঠ জেইউএসসি জাতীয় বিজ্ঞান মেলা ২০২৪ “এ অসাধারণ সাফল্য অর্জন করেছে ঢাকা প্রকৌশন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)।

২১ শে সেপ্টেম্বর ২০২৪, রোজ শনিবার দিনব্যাপী আয়োজনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে ।সকাল সাড়ে ৯ টা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ- উপচার্য(প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ অনুষ্ঠানটির উদ্বোধনী ঘোষণা করেন।

উক্ত বিজ্ঞান মেলায় Line Follower Robbot ইভেন্টে ডুয়েটের DUET BoTs টিমটি Champion হয়েছে, টিম লিডার আব্দুল্লাহ আল কিবরিয়া (CSE) এর নেতৃত্বে টিমের অন্যান্য সদস্যরা হলো মেহেরুন নেসা (CSE) এবং মো: রাকিব উদ্দিন (ME)। এছাড়া ডুয়েট হতে DUET pythagoras, DUET Cogent, DUET Infinitron নামের ৩ টি টিম অংশগ্রহণ করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান, মাননীয় উপাচার্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক সোহেল আহমেদ, অধ্যাপক মোঃ মাহফুজুর রহমান, অধ্যাপক ড. মোঃ আব্দুর রব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাবি সায়েন্স ক্লাবের সভাপতি তারেক মাহমুদ।

আরও খবর

                   

সম্পর্কিত