রহমত-আল-আকাশ ১৬ সেপ্টেম্বর ২০২৪ , ১১:৩৭:৩৮ প্রিন্ট সংস্করণ
দিনাজপুর প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন,হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা আওয়ামী লীগকে ধ্বংস করেছে, দেশটাকেও ধ্বংস করেছে। আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আগস্ট বিপ্লবের বিজয়কে আমাদের ধরে রাখতে হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর ২৪) বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় দোয়া মাহফিল এবং নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এই গণসমাবেশের আয়োজন করে খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখা।
গণসমাবেশে মামুনুল হক বলেন, আগস্টে ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে অর্জিত বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। বৈষম্যহীন একটি সমাজ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে আমাদেরকেই নিরাপত্তা দিতে হবে। সহিংসতা কিংবা দেশবিরোধী সব ষড়যন্ত্রকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে আমাদের।
বাংলাদেশ খেলাফতে মজলিসের এই নেতা আরো বলেন, শেখ হাসিনা একজন চরম মানসিক রোগী ছিলেন। সাবেক রাষ্ট্রপতি এরশাদ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জেল খেটেছেন। তারা জনগণকে ক্ষোভের মুখে দাঁড় করিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাননি। কিন্তু শেখ হাসিনা ছাত্র-জনতার বিপ্লবের মুখে দল ও নেতা-অনুসারীদের হুমকির মুখে ফেলে স্বার্থপরের মতো নিজেকে আর বোনকে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন।
বক্তব্যের শেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত বিধান প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব জালাল আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা এনামুল হক মুসা।
গণসমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা মোশাররফ হোসাইন, সহসভাপতি আ স ম শামসুল বারি, হেফাজতে ইসলাম দিনাজপুর জেলা শাখার সহসভাপতি মাওলানা শরিফুল ইসলাম ও জেলা-উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।