অনলাইন প্রতিনিধি ১৪ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৫৫:৩৩ প্রিন্ট সংস্করণ
কক্সবাজারে সমুদ্রসৈকতে ঘুরতে আসা নারীদের হয়রানি ও মারধরের ঘটনায় জড়িত মো. ফারুকুল ইসলামকে (২২) গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
আজ শনিবার পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে কক্সবাজার জেলা পুলিশ অভিযান চালিয়ে সদরের কালুর দোকান এলাকা থেকে ফারুকুলকে গ্রেপ্তার করে। এরপর তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলার পর আদালতে পাঠানো হয়।
উল্লেখ্য, কক্সবাজার সমুদ্রসৈকতে কয়েকজন যুবক কর্তৃক নারীদের প্রকাশ্যে হয়রানি, অবমাননা ও শারীরিক নির্যাতনের ঘটনা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি পুলিশের নজরে আসে। ভিডিও দেখে ঘটনায় অভিযুক্ত মো. ফারুকুল ইসলামকে শনাক্ত করে পুলিশ।