সারাদেশ

তারাকান্দায় ২ সপ্তাহে তিন খুন

  রফিক বিশ্বাস ৬ এপ্রিল ২০২৪ , ১০:৫৪:৪২ প্রিন্ট সংস্করণ

তারাকান্দায় ২ সপ্তাহে তিন খুন
ছবি : সংগৃহীত

তারাকান্দায় ২ সপ্তাহে তিন খুন

ময়মনসিংহের তারাকান্দায় ২ সপ্তাহে আ’লীগ নেতা সহ  তিন জন খুন হয়েছে। 

জানা গেছে,  গত ১৮ মার্চ উপজেলার কামারগাঁও ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন তার  ভাগিনার আশিকের  আঘাতে  গুরুতর আহত অবস্থায় ঢাকা হাসপাতালে মারা যায।

অপরদিকে গত ২৯ মার্চ উপজেলার বালিখা ইউনিয়নের পৃর্ব মালিডাংগা  গ্রামে পাওনা টাকা চাওয়া অজুফা( বেগম ২৮)নামে এক বিধবা নারীকে নুরুন্নবী (৩০) নামে এক যুবক কারেন্টে হিট দিয়ে হত্যা করে ফিশারীর পুকুরে  খুটির সাথে মরদেহ বেধেঁ  রাখে।অপরদিকে বুধবার  (৩মার্চ) গালা গাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামের শিপুল মিয়া(৫০) নামে  এক ব্যাক্তিকেপ্রতিপক্ষরা কুপিয়ে খুন করে।

এ বিষয়ে তারাকান্দা থানা পৃথক পৃথক মামলা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান,  বিধবা নারী খুনের ঘটনায নুরুন্নবী নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

আরও খবর

                   

সম্পর্কিত