সকালের দুনিয়া ডেস্ক ১৩ আগস্ট ২০২৪ , ১১:২৫:৩০ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হচ্ছেন বার্তাসংস্থা এএফপির ব্যুরো চিফ শফিকুল আলম। ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।
শফিকুল আলম লেখেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আমাকে তার প্রেস সচিব হওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছেন। আমি তার ও জাতির সেবা করার জন্য সম্মানিত বোধ করছি। এখনও নিয়োগপত্র হাতে পাইনি। তবে আশা করছি, দু’একদিনের মধ্যে পেয়ে যাব।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত রবিবার ড. মুহাম্মদ ইউনূস শফিকুল আলমকে প্রেস সেক্রেটারি নিয়োগের প্রস্তাব দেন। শফিকুল আলম এতে সম্মতি দিয়েছেন। এক বা দুই দিনের মধ্যে এ ব্যাপারে প্রজ্ঞাপন হতে পারে।