অনলাইন ডেস্ক ১১ আগস্ট ২০২৪ , ৬:২৯:২৮ প্রিন্ট সংস্করণ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়া দুইজনের দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের দপ্তর বণ্টনের কথা জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক কূটনীতিক সুপ্রদীপ চাকমা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন ডা. বিধান রঞ্জন রায়।
সরকারের এই দুই উপদেষ্টাকে বৃহস্পতিবার শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
গত ৮ আগস্ট রাতে প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ড. মুহাম্মদ ইউনূস। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় আরও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে শপথগ্রহণ করেন।
ওইদিন দুই উপদেষ্টা ঢাকার বাইরে ছিলেন বলে অনুষ্ঠানে জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।