ভোলা প্রতিনিধি: ইউসুফ হোসেন অনিক ১০ আগস্ট ২০২৪ , ১১:২৩:০৬ প্রিন্ট সংস্করণ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্থানীয় শিক্ষার্থীদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার ০৯ আগস্ট ২০২৪ খ্রি. বোরহানউদ্দিনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেছেন। পরে বিকেল ০৩:০০ টায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক বোরহানউদ্দিনের ছাত্ররা “আমাদের দেশ আমরাই সাজাবো” স্লোগানকে কেন্দ্র করে শহীদের স্মরণে মোমবাতি প্রোজ্জ্বলন, ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার মনিটরিং, পরিছন্নতা, সংখ্যা লঘুদের জানমালের নিরাপত্তা, মন্দির পাহারা সহ বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী মাহফুজুর রহমান আকাশ, আহমেদ শাকিল, শাহ মোহাম্মদ উল্লাহ, মাসিউর রহমান মাটি, আবিদ, ফরহাদুর রহমান সোহান, আহসান উল্লাহ, রাজিব হোসেন জুনায়েদ, এম এমদাদ, জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম তুহিন, মুনসাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন রিপোর্টার্স ক্লাবে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এএসটি আক্তার হোসেন সাকিল, দৈনিক সকালের দুনিয়া’র ভোলা জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ হোসেন অনিক, বিডিক্লিনের উপ লজিস্টিক সমন্বয়ক (ভোলা) রায়হান খান তামিম সমন্বয়ক লজিস্টিক (বোরহানউদ্দিন) মাসুদ রানা, মোঃ নুরুদ্দিন, অনুদ্বীপসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।