ঝালকাঠি প্রতিনিধি: আল আমীন বাকলাই ১০ আগস্ট ২০২৪ , ১১:২১:০২ প্রিন্ট সংস্করণ
ঝালকাঠিতে সংখ্যালঘুদের একটি দোকান দখলের প্রচেষ্টা প্রতিহত করলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ। জানা গেছে ঝালকাঠি পোস্ট অফিসের সম্মুখে “পৃথিবী ডট কম” নামক একটি দোকানে দীর্ঘদিন যাবত গোপাল নামক একজন হিন্দু ভদ্রলোকের ইন্টারনেটের দোকান পরিচালিত হচ্ছিল। মালিকপক্ষ নিজেরা ভাই ও বোনের বিরোধে এই জমি নিয়ে আদালতে দীর্ঘদিন যাবৎ মোকদ্দমা চলছে। হঠাৎ করে আজকে সকালে এই দোকানের দাবি করে একজন দোকানটির তালা ভাঙে লুটতরাজের উদ্দেশ্যে। সংবাদ পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে বিএনপি নেতৃবৃন্দ ছুটে আসে এবং সন্ত্রাসীদের তাড়িয়ে দোকানটি মালিকপক্ষকে বুঝিয়ে দেয় বর্তমানে এটি নিরাপদ ।