সারাদেশ

যশোরে পুড়ে যাওয়া হোটেল লুটপাট,মৃতের সংখ্যা বেড়ে ২৪ 

  যশোর প্রতিনিধি ৭ আগস্ট ২০২৪ , ১২:৪০:২৯ প্রিন্ট সংস্করণ

যশোর শহরের চিত্রা মোড়ে পুড়ে অঙ্গার হয়ে দাঁড়িয়ে আছে ১৪ তলা বিশিষ্ট জাবির ইন্টারন্যাশনাল নামে একটি পাঁচ তারকা হোটেল। একদিন আগেও হোটেল ভবনটির গ্লাস আর অ্যালুমিনিয়ামের পাতের বহিরাবরক চকচক করছিল।অথচ আজ সেই ভবনটির অবকাঠামো ছাড়া আর কিছু নেই।  

অগ্নিসংযোগের পর লুট করে নিয়ে যাওয়া হয়েছে হোটেলের ভেতরে পুড়ে যাওয়া বালিশ, কাঁথা, বিছানা, চাদর থেকে শুরু করে বিলাসবহুল সব জিনিসপত্র।

 সরকারের পতনের পর গত সোমবার বিকেলে হোটেলটিতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। গতকাল ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এর আগে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। তাঁদের মধ্যে ইন্দোনেশিয়ার এক নাগরিকও আছেন।

রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মঙ্গলবার ভোর ৫টার দিকে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসে। ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ইন্দোনেশিয়ার এক নাগরিকও আছেন। আহত হয়েছেন ২৩ জন। হোটেলে তৃতীয় তলার মদের বার থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লুটপাটের সময় সেখানে আটকা পড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।  

আরও খবর

                   

সম্পর্কিত