প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ১:২১:৪০ প্রিন্ট সংস্করণ
রমজানে খোলা বাজারে বিক্রির জন্য (ওএমএস) মসুর ডাল ও ভোজ্য তেল সংগ্রহ করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (৩ এপ্রিল) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি সিদ্ধান্ত অনুমোদিত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ১০ হাজার টন মসুর ডাল এবং এক কোটি ৬০ লাখ লিটার সয়াবিন ও রাইস ব্র্যান অয়েল কিনবে টিসিবি।
বাণিজ্য মন্ত্রণালয় টিসিবির পক্ষে তিনটি পৃথক প্রস্তাব উত্থাপন করে।