জাতীয়

আজ সব রুটে ট্রেন চলাচল বন্ধ

  অনলাইন ডেস্ক ৪ আগস্ট ২০২৪ , ১০:২৮:০০ প্রিন্ট সংস্করণ

১২ জুন চালু হচ্ছে কক্সবাজার 'ঈদ স্পেশাল’ ট্রেন
সংগৃহীত ছবি

রোববার (৪ আগস্ট) সব রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে রেলওয়ে।

শনিবার রাতে বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মো. নাহিদ হাসান খান এ তথ্য জানান।

আপাতত কারফিউ শিথিল থাকার সময়টাতে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল করছিল। পরে আন্তনগর ট্রেন চালুরও পরিকল্পনা ছিল। তবে হঠাৎ আবার অনিবার্য কারণবশত রোববার থেকে সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়।

আগে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাতের কারণে ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার ভিত্তিতে রেল কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য দেশব্যাপী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে। প্রায় ১৩ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলোর চলাচল শুরু করে। রেলওয়ের এ সিদ্ধান্তের ফলে রবিবার স্বল্প দূরত্বের ট্রেনও চলবে না।

আরও খবর

                   

সম্পর্কিত