অনলাইন ডেস্ক ৪ আগস্ট ২০২৪ , ১০:১৯:৪৪ প্রিন্ট সংস্করণ
২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এর মধ্যে মশা মারার জন্য ৪৪ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রেখেছে সংস্থাটি।
ডিএসসিসির ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। এর আগে গত বুধবার (৩১ জুলাই) ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করে ঢাকা দক্ষিণ সিটি।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কিনতে ৪০ কোটি টাকা ব্যয় করবে সংস্থাটি। এছাড়া ফগার, হুইল, স্প্রে মেশিন ও পরিবহনে ব্যয় হবে ৩ কোটি ৭৫ লাখ টাকা। পাশাপাশি ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক কিনবে আরও ৫০ লাখ টাকায়। সবশেষ মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কেনা হবে ৫০ লাখ টাকার।
এর আগে বাজেটে ডিএসসিসি ২০২৩-২৪ অর্থবছরে মশা মারতে ৪৬ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দ রেখেছিল। এর মধ্যে ৩৮ কোটি ৫০ লাখ টাকা দিয়ে মশা নিধনে ব্যবহৃত কীটনাশক কেনার কথা ছিল। বাকি ৮ কোটি ২৫ লাখ টাকা যন্ত্রপাতি কেনা এবং পরিবহন খাতে ব্যয় করার কথা ছিল।ডিএসসিসি থেকে জানানো হয়,মশক নিয়ন্ত্রণ কাজে মানসম্পন্ন কীটনাশক ও প্রয়োজনীয় যান-যন্ত্রপাতি সরবরাহ নিশ্চিত করা হয়েছে। আগে ৫৫১টি ফগার মেশিন, ৪৩১টি হস্তচালিত যন্ত্র ও ১৭টি হুইল ব্রেরো মেশিন দিয়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হতো। এখন নতুন আরও ৫৩৫টি ফগার মেশিন, ৬০০টি হস্তচালিত যন্ত্র ও ২৯টি হুইল ব্রেরো মেশিন ক্রয় করেছে তারা।