ভোলা প্রতিনিধিঃ ইউসুফ হোসেন অনিক ৩ আগস্ট ২০২৪ , ১:১১:০৯ প্রিন্ট সংস্করণ
ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো ৮ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (২ আগস্ট) রাতে উপজেলার ঢালচর ইউনিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ জেলেরা হলেন— নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), হোসেন মাঝি (৫০) ও জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫) বলে জানা গেছে। উদ্ধার জেলেরা হলেন- মো. দুলাল মাঝি ( ৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫) ও মনির (৩৩)।
উদ্ধার হওয়া ও নিখোঁজ জেলেদের সবার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়নের সুকনা খাল এলাকায়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, শুক্রবার সকালে স্থানীয় রুবেল চৌকিদারের ট্রলার নিয়ে দুলাল মাঝির নেতৃত্বে ১৩ জন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে যান। রাতে নদীর প্রবল স্রোতের মুখে পড়ে ডুবে যায় ট্রলারটি। এ সময় বিপদাপন্ন জেলেদের চিৎকার শুনে আশপাশের জেলেরা এগিয়ে গিয়ে পাঁচজনকে জীবিত উদ্ধার করেন। তবে আটজন জেলেকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড দক্ষিণ জোন সকালের দুনিয়াকে জানিয়েছে, শনিবার (৩ আগস্ট) সকাল থেকে কোস্ট গার্ড দক্ষিণ জোনের একটি টিম সাগর মোহনায় নিখোঁজ জেলেদেরকে খুঁজতে বের হয়েছে।