অনলাইন ডেস্ক ৩ আগস্ট ২০২৪ , ১২:৩৪:৩৬ প্রিন্ট সংস্করণ
কোটা আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নতুন কর্মসূচি ঘোষণা করেছে।আজ শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা।
ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে এই বিক্ষোভ মিছিল করবেন কোটা আন্দোলনকারীরা।
দেশের জনসাধারণকে সংগঠিত হয়ে বিক্ষোভ মিছিল ও সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে, শুক্রবার কোটা আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিচার ও আটক শিক্ষার্থীদের মুক্তির দাবি জানিয়ে দ্রোহ যাত্রা কর্মসূচি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।