নালিতাবাড়ী প্রতিনিধিঃ অমিত চক্রবর্তী ২ আগস্ট ২০২৪ , ৮:৪৯:০০ প্রিন্ট সংস্করণ
‘জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে পাঠ’এই শ্লোগানে একুশে পাঠচক্রের নিয়মিত আসর ০২ আগস্ট শুক্রবার বিকাল ০৫ টায় শেরপুর নালিতাবাড়ী সেঁজুতি অঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
‘শুদ্ধ সমাজ গঠনে পাঠচক্র’ শিরোনামে একুশে পাঠচক্রের ৫২তম আসরে বীর মুক্তিযোদ্ধা তফাজ্জল হোসেন সভাপতিত্বে।
বক্তব্য উপস্থাপন করেন,কমরেড দেবদাস চন্দ,শিক্ষক মুঞ্জুয়ারা বেগম,মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমান, শিক্ষক কার্তিক সাহা,প্রভাষক স্বপ্না চক্রবর্তী,সংস্কৃতিমান মানিক সাহা,শিক্ষার্থী প্রাঞ্জল সাহা।
এছাড়াও উপস্থিত ছিলেন বাবু দীলিপ সাহা,ছাত্র নেতা সাব্বির হোসেন বাদশা,শিক্ষক শান্তি সাহা,সংগীত শিক্ষক মনি গাঙ্গুলি।
দ্বিতীয় পর্বে কবিতা পাঠ করেন ছড়াকার শহীদুল ইসলাম ফকির,আওয়াল হোসেন টুটুল,প্রাঞ্জল সাহা,তাসনিম মাশুক।অভিনয় করেন তিথি ও অভিজিৎ।