প্রতিনিধি ৪ এপ্রিল ২০২৪ , ১১:০৮:৪০ প্রিন্ট সংস্করণ
৫ নং সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহউদ্দিন কাদের রুবেল স্থানীয় সরকার কর্তৃক সাময়িক বহিষ্কার
গত সোমবার স্থানীয় সরকার বিভাগ এ প্রজ্ঞাপন জারি করেছে।
মঙ্গলবার চিঠি পেয়েছেন গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাকিল আহমেদ।
সাময়িক বরখাস্তের চিঠিতে বলা হয়েছে, সালাহউদ্দিন রুবেলের নামে দরিদ্রদের জন্য বরাদ্দ চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মকর্তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি এবং সংসদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনার রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। এতে ময়মনসিংহের জেলা প্রশাসক সালাউদ্দিন রুবেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন। যে কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।