জাতীয়

বিশ্ব বাঘ দিবস আজ,দেশে বাঘের সংখ্যা প্রকাশ হবে আগস্টে

  অনলাইন ডেস্ক ২৯ জুলাই ২০২৪ , ৩:৩৭:৫৯ প্রিন্ট সংস্করণ

আজ বিশ্ব বাঘ দিবস। বাঘের আবাস রক্ষা ও সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে ২৯ জুলাই পালিত হচ্ছে এই দিবসটি। 

সুন্দরবন ভালো না থাকলে বাঘও ভালো থাকবে না। সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা সর্বাধিক। সুন্দরবন এবং তার প্রধান অলংকার বাঘকে রক্ষা করা আমাদের জন্য একটি চ্যালেঞ্জ।

আজ ২৯ জুলাই,সোমবার সকালে সুন্দরবন সংলগ্ন মোংলার কাইনমারিতে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়ারটারকিপার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশ আয়োজিত বিশ্ব বাঘ দিবস উপলক্ষ্যে বনজীবী সমাবেশে বক্তারা একথা বলেন।

একসময় দেশের অধিকাংশ বনে বাঘের দেখা মিললেও এখন তা শুধুমাত্র সুন্দরবনেই সীমাবদ্ধ। শাখা-প্রশাখার মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য নদী ও খালে পরিপূর্ণ সুন্দরবনের অন্যতম সদস্য বাংলার বাঘ। এদের প্রাকৃতিক আবাসস্থল বাংলাদেশসহ পৃথিবীর ১৩টি দেশ। তবে চোরাশিকার, আবাসস্থল ধ্বংস, খাদ্যাভাব ও জলবায়ু পরিবর্তনজনিত প্রাকৃতিক বিপর্যয়ের কারণে গত ১০০ বছরে বিশ্বে বাঘের সংখ্যা কমেছে ৯৫ শতাংশ।

আরও খবর

                   

সম্পর্কিত