এজেএম আহছানুজ্জামান ফিরোজ , শ্রীবরদী (শেরপুর ) প্রতিনিধি ৩ এপ্রিল ২০২৪ , ৩:৩৮:৩৮ প্রিন্ট সংস্করণ
শেরপুরের শ্রীবরদীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
০৩ এপ্রিল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও আইন শৃংখলা কমিটির সভাপতি ফৌজিয়া নাজনীন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর -৩ ( শ্রীবরদী – ঝিনাইগাতী ) আসনের সংসদ সদস্য এ, ডি, এম শহীদুল ইসলাম ।
গরু ও মাদকসহ সীমান্ত এলাকায় চোরাচালান, প্রতারণা, চৌরাস্তায় যানজট, অবৈধভাবে বালু উত্তোলন, ভিজিএফ, ভিজিডি ও স্বল্প মূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিতরণে অনিয়ম, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে অতিরিক্ত ভারা আদায় এবং যাত্রীদের উপর হয়রানিসহ আইন শৃংখলার সার্বিক বিষয়ের উপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান জুয়েল আকন্দ, শ্রীবদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী , উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, প্রেস ক্লাব শ্রীবরদী’র সভাপতি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, সাংবাদিক ফরিদ আহমেদ রুবেল প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিসহ উপজেলা আইন শৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।